রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নেওড়াভ্যালি জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭ : ০৩Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: উত্তরবঙ্গের নেওড়াভ্যালি জঙ্গলে আবারও দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়ল বড়ে মিঁয়ার ছবি। দেখা গিয়েছে হৃষ্টপুষ্ট একটি বাঘ পাহাড়ি জঙ্গলের পথে চলছে। এই এলাকা যে বাঘের নিভৃত আবাসস্থলে পরিনত হয়েছে, তা এবারের ছবিতে আরোও স্পষ্ট হল। তবে এবারের ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবিটি আগে যে বাঘ গুলির ছবি দেখা গিয়েছিল সেগুলির বা তাদের সন্তানদের নাকি এই জঙ্গলে চলে আসা নতুন কোনোও বাঘের, সে বিষয়ে বনকর্তারা নিশ্চিত নন।
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, এবার যে ছবি গুলি প্রকাশ্যে এসেছে, সেগুলি এই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছে। উল্লেখ্য, লাভা থেকে রিশপ যাওয়ার রাস্তায় নেওড়াভ্যালির জঙ্গলে ২০১৭ সালে ১৯ ডিসেম্বর স্থানীয় এক গাড়ি চালক আনমোল ছেত্রী প্রথমবার বাঘের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেছিলেন। প্রথমে মনে করা হচ্ছিল পাহাড়ের জঙ্গল থেকে অন্য বাঘের তাড়া খেয়ে একটি বাঘ এখানে চলে আসতে পারে। বাঘ দেখা যাওয়ার পর, বন দপ্তরের পক্ষ থেকে নেওড়ার জঙ্গলের বিভিন্ন জায়গায় ট্রাপ ক্যামেরা পাতা হয়েছিল। সেই সব ক্যামেরায় একাধিকবার রয়্যাল বেঙ্গল এর ছবি ধরা পড়ে। যা থেকে বনকর্মীরা মনে করছিলেন এই জঙ্গলে একাধিক বাঘ থাকতে পারে। এই ঘটনার পর ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে আবারও নেওড়ার জঙ্গলে বাঘের দেখা মিলেছিল। মাঝে ২০২১ সালে বাঘের কোনও ছবি পাওয়া না গেলেও বিগত বছরের অক্টোবর ও এই বছরের জানুয়ারি মাসে জঙ্গলে লাগানো ট্রাপ ক্যামেরাতেও বাঘের ছবি ধরা পড়ে। যা থেকে বনকর্মীরা নিশ্চিত হন ন্যাওড়ার জঙ্গল বাঘের নিভৃত আবাসস্থলে পরিনত হয়েছে।

এর আগেও যে বাঘের ছবি এই জঙ্গলে ধরা পড়েছিল এটি সেই বাঘ? নাকি সেগুলিরই বংশবিস্তার হয়েছে তা এবারের ছবি দেখে বিশ্লেষণের কাজ চলছে বলে বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে। উত্তরের এই পাহাড়ি জঙ্গলকে প্রজেক্ট টাইগারে যুক্ত করার জন্য বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বনদপ্তরের গরুমারা ডিভিশনের ডি.এফ.ও দ্বিজ্জপ্রতিম সেন জানান গত মাসে দুই বার ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। নেওড়ার এই জঙ্গল লোকালয় থেকে অনেকটাই দূরে, প্রকৃতি এখানে নিজেকে সুরক্ষিত করে রেখেছে। ফলে এলাকাটি বাঘের আবাসস্থল হয়ে উঠেছে। বনকর্মীরা বিষয়টির উপর নজর রাখছেন। 

ছবি: বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়া (বনদপ্তরের সূত্রে পাওয়া)




নানান খবর

নানান খবর

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া